- জন্মের পরেই নিতে পারবে NID Card, শিশু থেকে বৃদ্ধ একটি মাত্র Unique ID বেক্তির সমস্ত পরিচয় বহন করবে। নতুন জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধিনে নিয়ে যাওয়া হচ্ছে।
গত ১২ জুন মন্ত্রিসভায় জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ এর খসড়াটি অনুমোদন করা হয়েছে। নতুন নিয়ম অনুসারে একটি শিশু জন্মের পর থেকে আমৃত্যু পর্যন্ত একটি একটি ইউনিক আইডির মাধ্যমে তার সমস্ত পরিচয় বহন করবে।
এটি বাস্তবায়ন হলে থাকবেনা জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে NID Card তৈরী করার ঝামেলা। এসবের বিকল্প হবে একটি মাত্র আইডি নাম্বার, যা একজন বাংলাদেশি নাগরিক জন্ম গ্রহনের পরেই পাওয়ার অধিকার রাখবে।