Breaking Posts

6/trending/recent

Hot Widget

Type Here to Get Search Results !

Google Ads

সুযোগ হাতছাড়া করে আক্ষেপে পুড়ছেন জেমি ডে


 ভারতের বিপক্ষে হারার পেছনে প্রস্তুতির ঘাটতি নয়, বরং বল পজেশন ধরে রাখতে না পারা আর সু্যোগ হারানোকেই দায়ী করছেন বাংলাদেশ কোচ জেমি ডে। কঠিন ম্যাচে উতরাতে পারেনি শিষ্যরা। আর ভারত কোচের দাবি, জয়টা প্রাপ্য ছিল তার দলের। ক্রোয়েশিয়ার সাবেক এই কোচ অবশ্য জয়ের কৃতিত্ব দিয়েছেন শিষ্যদের।

ম্যাচ শেষে জেমি ডে বলেন, 'আমারা পজেশন ধরে রাখতে পারিনি। হেরে যাওয়ার পেছনে এটাই মূল একটা কারণ বলে মনে হয়। সাথে দুটো সুযোগ হারিয়েছি। হাফ চান্সগুলোও কাজে লাগাতে পারিনি। ম্যাচটা কঠিনও ছিল আমাদের জন্য।'


আর ভারত কোচ ইগর স্টিমাচ জয়টা নিজেদের প্রাপ্য বলেই মনে করেন। তিনি বলেন, 'আমার মনে হয় জয়টা আমাদেরই প্রাপ্য ছিল। এটা বলার অপেক্ষায় রাখে না। ৯০ মিনিটের লড়াইয়ে সেটাই প্রমাণ হয়েছে। ছেলে মাঠে দুর্দান্ত খেলেছে। পুরো কৃতিত্ব তাদের।'


৭ ম্যাচে ২ ড্র ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে তালিকার সবার নিচে বাংলাদেশ। সমান ম্যাচে ১ জয়, ৩ ড্র ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে তৃতীয় স্থানে উঠে এল ভারত। ৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতার। ১৫ জুন বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.