ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) হীরালাল সেন পদক–১৪২৯ পেয়েছে নির্মাতা মুহাম্মদ কাইউমের আলোচিত সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। এই পুরস্কার প্রদানের মাধ্যমে গতকাল ডিইউএফএসের ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’ শীর্ষক পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে।
হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে সাড়ে তিন বছরের চেষ্টায় সিনেমাটি নির্মাণ করেছেন মুহাম্মদ কাইউম। এর আগে গত বছরের শেষ ভাগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যুগ্মভাবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে সিনেমাটি। গত নভেম্বরে সিনেমাটি ঢাকার স্টার সিনেপ্লেক্সসহ কয়েকটি হলে মুক্তি পায়।